প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া শিক্ষা সফর নিষিদ্ধ
খবর বাংলা ২৪ডেক্স:
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের শিক্ষা সফরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহীন আখ্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীতে কোনো শিক্ষার্থী বা দলকে কোনো ধরনের শিক্ষা সফর বা পরিদর্শনে যাওয়ার আগে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি গ্রহণ করতে হবে।
অতি সম্প্রতি সেন্টমার্টিন দ্বীপে সাগরে গোসল করতে নেমে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রের মৃত্যু এবং দুই জনে নিখোঁজ হওয়ার পর শিক্ষামন্ত্রণালয় এ ধরণের নিষেধাজ্ঞা জারি করলো সরকার।