স্বরূপকাঠিতে তরমুজের ভাসমান হাট
খবর বাংলা ২৪ডেক্স: দক্ষিণাঞ্চলে বাম্পার ফলনের তরমুজ বিক্রি হচ্ছে স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরসহ বিভিন্ন ভাসমান হাটে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে তরমুজ চালান দেয়া হয়।
পটুয়াখালির গলাচিপা উপজেলার নলুয়াবাগি গ্রামের চাষী মো. মঞ্জুর হাসান জানান, দক্ষিণাঞ্চলে এবার তরমুজের বাম্পার ফলন হওয়ায় চাষীরা খুশি ।
বর্তমানে স্বরূপকাঠিসহ পার্শ্ববর্তী নাজিরপুর ও বানারীপাড়া উপজেলার শত শত ব্যবসায়ীরা তরমুজের এ মৌসুমে ঐ সমস্ত উপকূলীয় অঞ্চলের ক্ষেত থেকে তরমুজ ক্রয় করে স্বরূপকাঠির এ হাটে নিয়ে আসে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে তরমুজ চালান দেয়া হয়। মিয়ারহাট বন্দরের কালিবাড়ি খালে তরমুজের এ ভাসমান হাট সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বসে। প্রতি হাটে প্রায় ৪০/৪৫ লক্ষ টাকার তরমুজ পাইকারিভাবে বিক্রি হয় বলে ব্যবসায়ী সূত্র জানায় ।
সরজমিনে বৃহস্পতিবার মিয়ারহাট ভাসমান তরমুজ হাট ঘুরে দেখা গেছে, বড় সাইজের ১’শ তরমুজ ৮ থেকে ৯ হাজার টাকা, মাঝারি সাইজের তরমুজ ৫ থেকে ৬ হাজার টাকা এবং ছোট সাইজের তরমুজ ২ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।