এবার ক্রীড়াকে এগিয়ে নিতে চান এরশাদ
খবর বাংলা ২৪ ডেক্স: জাতীয় ক্রীড়া সংহতি নামে জাতীয় পার্টির সহযোগী সংগঠন হিসেবে আরো একটি নতুন সংগঠন যাত্রা শুরু করলো। ক্রীড়া ক্ষেত্রে জাতীয় পার্টির অবদান তুলে ধরা এবং ক্রীড়াবিদদের সুসংগঠিত করে ক্রীড়াকে আরো এগিয়ে নেবার লক্ষ্য নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
সংগঠনটি পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠা করেছেন।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে জাতীয় পার্টি।
নতুন এ সংগঠনের শুরুতে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকও ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ এবং সাধারণ সম্পাদক পার্টির ক্রীড়া সম্পাদক মো. কুদ্দুস খানকে।
সংগঠনটির ১০১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা অচিরেই ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।