দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবির ঘটনায় ২৬ মৃতদেহ উদ্ধার
বুধবারে দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ১৭৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ২৭০ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির নৌ ও কোস্টগার্ডের সদস্যরা বিরতিহীন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১শ’ ৭৯ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের বেশিরভাগই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই ফেরিতে আটকা পড়ে আছেন।

এদিকে ফেরি ডুবির কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, সাগরতলের কোনো পর্বতের সাথে এটির সংঘর্ষ হয়েছিল, অথবা তলদেশে কোনো গর্তের কারণে সৃষ্ট পাঁক ফেরিটিকে ডুবিয়ে দেয়।
উদ্ধারকাজ চালিয়ে গেলেও বৃহস্পতিবার খারাপ আবহাওয়া, দূর্বল আলো এবং প্রবল স্রোত উদ্ধার অভিযান ব্যহত করে।
সূত্র: বিবিসি