তিনদিন ধরে বাংলালিংক গ্রাহকগণ চরম দুর্ভোগের স্বীকার
মঞ্জুরুল আহসান, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
নালিতাবাড়ীতে বাংলালিংক সিম ব্যবহাকারীরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে ৩ দিন ধরে । আই টপ-আপ, বিল -পে, সিম বিক্রি, ক্রেচকার্ড সহ বাংলালিংকের সকল পন্য বিক্রি বন্ধ করে দিয়েছে নালিতাবাড়ীর ব্যবসায়ীরা।জানা গেছে, নালিতাবাড়ীতে মোবাইল ফোন রিচার্জ এসোসিয়েশন নামে একটি সমিতি রযেছে। গত বৃহস্পতিবার বাংলালিংকের প্রতিনিধি নয়ন এর সাথে কমিশন নিয়ে নিউ কাফি মোবাইল মার্ট এর স্বত্বাধীকারী রাজিব বাক বিতন্ডা করে। এরপর থেকেই বাংলালিংক-এর সকল পন্য ক্রয় বিক্রয় বর্জন করে এসোসিয়েশন। ফলে গ্রাহকরা চরম দুর্ভোগে পড়ে। ৩ দিন ধরে গ্রাহকরা এই সিম ব্যবহারে মারাত্মক অসুবিধায় পড়েছেন। কয়েক দফা সালিশি বৈঠক হলেও বিষয়টির কোন সুরাহা হয় নি।আজ শনিবার সকালে এসোসিয়েনের সভাপতি জোবায়ের মোহাম্মদ আবু সিনা, সদস্য রাজিব, সদস্য বিবেক সাহা প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ী সিমগুলো মোবাইল ফোন থেকে বের করে সংরতি করে রাখেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যšত তা বন্ধ রাখতে অনুরোধ করে গেছেন।রাজিব বলেন, বাংলালিংক কোম্পানী আমাদের যে কমিশন দেওয়ার কথা তা আমাদের দেওয়া হয় না। নালিতাবাড়ীতে বাংলালিংক কোম্পানীর দায়িত্বে থাকা তারেক এবং নয়ন কে বার বার বলার পরও কোন কাজ হয় নি। আমাদের ন্যায্য পাওনা না দেওয়া পর্যšত আমরা এই কোম্পানীর সকল পন্য ক্রয়-বিক্রয় বর্জন করেছি। এ ব্যাপারে কোম্পানীর প্রতিনিধি নয়ন এর সাথে মোবাইল ফোনে ০১৯২৬৬১৩৯০৪ নম্বরে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়া মাত্রই তিনি লাইন কেটে দেন। পরে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।