স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে খলিলুর ও পেয়ারার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই ‘মনোকষ্টে’ পেয়ারা তার শিশু সন্তানকে বিষ খাইয়ে পরে নিজেও বিষপান করেন বলে মনে করছেন চাপিলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। প্রতিবেশীরা টের পেয়ে তাদের হাসপাতালে আনে। পেয়ারার স্বামী খলিলুর বলেন, “আত্মহত্যা করার মত কোনো কারণ ঘটেনি। আমি ঘটনার সময় বাইরে ছিলাম। জানার পর তাদের চিকিৎসার সব ব্যবস্থা করেছিলাম। কিন্তু বাঁচাতে পারিনি।” এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি ফরিদুল জানিয়েছেন।