ঝিনাইগাতী থানায় ৫ তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদকঃ“বাংলাদেশ পুলিশ বিভাগের ১০১ টি জরাজীর্ণ থানা ভবনের টাইপ প্লানে নির্মাণ” প্রকল্পের আওতায় শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় ১৯ এপ্রিল শনিবার দুপুরে ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যায়ে গণপুূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৫ম তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফছিউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম,সাধারণ সম্পাদক গোলাম সোস্তফা, আওয়ামী লীগ , অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ । ভিত্তি প্রস্তর উদ্ভোধনের পর থানার গোল ঘরে ঝিনাইগাতী উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠি হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক, শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফছিউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম,সাধারণ সম্পাদক গোলাম সোস্তফা প্রমূখ।