ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় কোনো পুরুষ হাত না দেয় সতর্ক করেছেন হাইকোর্ট

highনিজস্ব প্রতিবেদকঃ সারা দেশে সরকারি হাসপাতাল গুলোতে নারীদের বয়স নির্ণয় বা ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় কোনো পুরুষ যেন হাত না দেয় সে বিষয়ে সতর্ক করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। সেইসাথে বিষয়টি মনিটরিং করার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ডিজি নির্দেশ দিয়ে তাকে আদালত অবমাননার থেকে অব্যাহতি দেন আদালত। আদালতে ডিজির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। উল্লেখ্য, গত ২ এপ্রিল সারাদেশে সরকারি হাসপাতাল গুলোতে ধর্ষিতার
স্বাস্থ্য পরীক্ষায় নারী চিকিৎসক, নার্স ও এম এল এস এস নিয়োগ বিষয়ে আদালতের আদেশ কেন মানা হয়নি সে বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে তলব করে আদেশ দেন আদালত

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend