টাঙ্গাইলে পোল্ট্রি খামারী মিছিল ও সমাবেশ পুলিশের বাধায় পন্ড
বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আজ রবিবার দুপুরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী জার্মান প্রজেক্ট মাঠে সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সাইদ আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক একেএম আব্দুল আউয়াল, সাগরদিঘী পোল্ট্রি খামার মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ বাহার সুজন প্রমূখ। শেষে খামারিরা বিক্ষোভ মিছিল নিয়ে সিপি বাংলাদেশ ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মূখে পন্ড হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে ডিম ও মুরুগীর ন্যায্য মূল্যের দাবী জানায়। সেই সাথে সাগরদিঘি সিপি বাংলাদেশকে ডিম উৎপাদন বন্ধের জন্য ১০ দিনের সময় দেয়া হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে বলে জানায়