অগ্নিদগ্ধ ১১ বিজিবি সদস্য, অল্পের জন্য রক্ষা পেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
খবর বাংলা২৪ ডেক্স: মাদকদ্রব্য ধ্বংসের সময় চুল্লিতে আগুন দিতেই বিস্ফোরণে ১১ জন বিজিবি সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। ভয়ংকর ওই বিস্ফোরণের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনুষ্ঠানে আগত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ। গুরুতর আহতদের জরুরি ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুর সোয়া ১টার দিকে কক্সবাজার সেক্টরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজারে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ের জব্দকৃত মাদক ধ্বংস করার সময় ওই দূর্ঘটনা ঘটে। আহত ছয় বিজিবি সদস্যের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হাবিবুল্যা, ফয়জুল কবির, বেলায়েত, মিলন, সজীব ও জাহিদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন সময় বিজিবি কর্তৃক আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। চুল্লিতে মাদকদ্রব্য রাখা হয়। পরে তাতে জ্বালানি ঢেলে আগুন দেওয়া মাত্রই বড় ধরনের বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কাছে থাকা বিজিবি সদস্যদের দেহে আগুন লেগে যায়।
ওই চুল্লি থেকে কয়েক হাত দূরেই ছিলেন প্রতিমন্ত্রী ও বিজিবি মহাপরিচালক। তারা অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান।