মহাস্থানগড় বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় : সংস্কৃতিমন্ত্রী

মহাস্থানগড় বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় : সংস্কৃতিমন্ত্রী

imagesবগুড়ায় মহাস্থানগড় পত্ন এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের আজ উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এসময় মন্ত্রী বলেন, মহাস্থানগড় বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। সেই স্বীকৃতি পেতেই মহাস্থানে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতিসংঘ থেকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ হলে জায়গাটির গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
মন্ত্রী বলেন, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি খুবই দুঃখজনক। এক সরকারের কাজ অন্য সরকার এসে বন্ধ করে দেয়। এটি সকল সরকারের সময়ই হয়ে আসছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
সাউথ এশিয়া টু্যরিজম ইনফ্রস্ট্রাকচার ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় মহাস্থানগড়ে বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আবু বক্কর সিদ্দিক ও রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতার বলেন, এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ১১৫ কোটি টাকার এই প্রকল্পে এডিবি ৮৮ কোটি টাকা অর্থায়ন করবে।
প্রকল্পের আওতায় পর্যটকদের জন্য থাকা-খাওয়ার সুযোগ সৃষ্টি, স্থানীয় জনগণকে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি এবং বিভিন্ন কুটির ও হস্তশিল্পের বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং ট্যুরিস্ট গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend