একটি সফল সমবায় সমিতির আরেক নাম আদর্শ কো-অপারেটিভ

download (1)মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ বৃহত্তর ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী গারো পাহাড়ের পাদ দেশে অবস্থিত ঝিনাইগাতী উপজেলার এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার সর্ববৃহৎ একটি সফল সমবায় সমিতির আরেক নাম আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। ঝিনাইগাতী উপজেলাটি স্বভাবতই হত-দরিদ্র ও পশ্চাদপদ। উপজেলাটি শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিক দিয়ে শেরপুর জেলার অন্যান্য উপজেলার মধ্যে সব চেয়ে পিছিয়ে। এই হত-দরিদ্র উপজেলার ঝিনাইগাতী সদর বাজারে ১৯৯৫ সালে কতিপয় সমবায় মনোভাবাপন্ন ব্যক্তি সমবায় আন্দোলনে উদ্বু¢াদ্ধ হয়ে গঠন করে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। মাত্র ২০ জন সদস্য ও ২৪০ টাকা মুলধন নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে এর মূলধন প্রায় পৌনে চার কোটি টাকা এবং সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ৫ শত জন । সমিতিটি প্রতিষ্ঠার পর ৩০ আগষ্ট/১৯৯৮ সালে সমবায় অধিদপ্তরের নিবন্ধন লাভের পর বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন সমূহের মহাদেশীয় সংগঠন এসোসিয়েশন অব কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়ন (আকু), বিশ্ব সংগঠন ওর্য়াল্ড কাউন্সিল অব ক্রেডিট ইউনিয়নস্ (উকু)সহ জাতীয় সংগঠন দি কো-অপরেটিভ ক্রেডিট উইনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) লিঃ এর  কারিগরী সহায়তায় প্রতিষ্ঠানটি বর্তমানে বৃহত্তর ময়মনসিংহ জেলার সর্ব বৃহৎ সমবায় প্রতিষ্ঠান রুপে স্থান লাভ করেছে। এই সমবায় প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে জাতীয় প্রতিষ্ঠান কাল্ব  কর্তৃক ধারাবাহিক ভাবে স্বীকৃতি ও সনদ প্রাপ্ত এবং ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ঝিনাইগাতী উপজেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ট সমবায় সমিতি হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়ে আসছে। এই সমিতির সদস্য ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ২০১৩ সালে শেরপুর জেলার শ্রেষ্ট সমবায়ী হিসাবে পুরস্কার প্রাপ্ত এবং তিনি দুই মেয়াদে (৬ বছর) অত্র সমিতির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক ,কর্মচারীসহ প্রায় দেড় শতাধিক শিক্ষক/কর্মচারী অত্র সমিতির সদস্য। এছাড়াও ঝিনাইগাতী উপজেলার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানের সহিত সম্পৃক্ত। সমবায় বিভাগ, কাল্ব এর উর্দ্বতন কর্তৃপক্ষ ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত অত্র সমিতি পরিদর্শন করে থাকেন। সমিতিটি সমবায় সমিতি আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে। সমিতিটির বিশেষত্ব¡ হচ্ছে কোন প্রকার ব্যাংকিং কার্যক্রম না করা এবং সদস্য ব্যতিত কোন বক্তির সংগে কোন প্রকার লেন-দেনও না করা। বর্তমানে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নটি অবহেলিত ঝিনাইগাতী উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রেখে চলেছে। সমিতি পরিচালনায় সমবায়ের আদর্শে উদ্বুদ্ধ সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট দক্ষ পরিচালক মন্ডলী ছাড়াও ২০ জন দক্ষ কর্মী রয়েছে। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্ঠা। প্রতিষ্ঠানটি অত্র উপজেলায় প্রত্যেক্ষ ও পরোক্ষ ভাবে কর্ম সংস্থানে বিরাট ভূমিকা পালন করছে। অত্র সমিতিটির বর্তমান ব্যবস্থাপনা ও আইনগত বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক ও  উপজেলা সমবায় অফিসার আব্দূল রহিমের সাথে কথা হলে তারা এ প্রতিনিধিকে বলেন, ঝিনাইগাতী উপজেলার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত আদর্শ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নামে সমিতিটি আসলেই একটি আদর্শ ও মডেল সমবায় সমিতি। এই সমিতিটি পরিচালনার ক্ষেত্রে সমবায়ের  প্রতিটি বিধিবিধান মেনে চলে তাদের কার্য্যাদি পরিচালনা করছে বলেই, অল্প সময়ের মধ্যে তাদের এই অর্জন। আসলেই আদর্শ সমিতিটি সমবায়ের একটি মডেল সমিতি। সমিিিতর মালিকানায় রয়েছে  প্রায় এক কোটি টাকা মূল্যের চার তলা বিশিষ্ট  আদর্শ ভবন  নামে  নিজস্ব অফিস এবং শালচুড়া মৌজায় ৬০ লক্ষাধিক টাকা মূল্যের ১.২৫ একর জমি। আদর্শ ভবসের ১ম তলা এবং দ্বিতীয় তলা মাসিক বিশ হাজার টাকা ভাড়া আদায় হয়। শালচুড়া মৌজার নিজস্ব্য জমিতে একটি রিসোর্স সেন্টর নিমার্নের পরিকল্পনা রয়েছে সমিতি কর্তৃপক্ষের। সমিতির উল্লেথ যোগ্য কার্যক্রম হচ্ছে সমবায় আইন ও বিধিমালা অনুসরন করে স্বল্প মূল্যে ও সহজ কিস্তিতে ঋণ সুবিধা, কল্যান তহবিল হতে সদস্যদের জন্য শিক্ষা,স্বাস্থ্য ও চিকিৎসা সহায়তা, মিউচুয়্যাল সার্ভিস ও ঋণ নিরাপত্তা তহবিল হতে সদস্যের মৃত্য ও দূর্ঘটনা জনিত পঙ্গত্বের জন্য সঞ্চিত আমানতের দ্বিগুন পরিশোধ এবং গৃহিত ঋণ মওকুফ সুবিধা। সমিতিটি ঝিনাইগাতী উপজেলায় সমবায় আন্দোলন বিকাশে সর্বদাই সামনে থেকে  নেতৃত্ব দিয়ে আসছে। বিগত ১২ মার্চ ঝিনাইগাতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক সদস্যদের অংশগ্রহন ও উৎসাহ-উদ্ধীপনার সাথে অনষ্ঠিত হয়ে গেল ১৫তম বার্ষিক সাধারণ সভা।  সমিতির বার্ষিক বিধিবদ্ধ অডিট নিয়মিত।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend