ঝিনাইগাতীর ছোট গজনীর আদিবাসী পল্লীতে যিশু খ্রীষ্টের পূনরুত্থান দিবস পালিত
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষে শেরপুরের ঝিনাইগাতীর ছোট গজনী আদিবাসীদের ধর্ম পল্লীতে যথাযোগ্য ও জাঁকজমক ভাবে ২০ এপ্রিল রবিবার সকালে পালিত হলো যিশু খ্রীষ্ট্রের পূনরুত্থান দিবস। দিসবটি পালন ও যিশু খ্রীষ্ট্রের পূনরুত্থান উপলক্ষ্যে ছোট গজনীর গির্জায় আয়োজন করে ধর্মীয় নানা আয়োজন। আয়োজিত অনুষ্ঠানে যিশুর পূনরুত্থানের প্রতিকৃতি চিত্র প্রদর্শন, বাইবেল পাঠ, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন, উক্ত গির্জার সভাপতি ললেন কূবী। যিশু খ্রীষ্ট্রের পূনরুত্থান উপলক্ষ্যে ছোট গজনী গির্জার উপদেষ্টা উঈটিংটন সাংমা যিশু খ্রীষ্ট্রের পূনরুত্থান সর্ম্পকে বক্তব্য রাখেন।