ইনুকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার পরামর্শ হেফাজতের
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার পরামর্শও দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা। ইনুর উপর অসন্তোষও প্রকাশ করেছেন নেতারা।
আজ রবিবার রাতে হেফাজত ইসলামের প্রচার বিভাগের মাওলানা আবু রায়হান স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে ইনু সাংবাদিকদের বলেন, ‘সুর পাল্টালেও তেঁতুল হুজুরকে ক্ষমা করা হবে না। তিনি গার্মেন্টস ও নারী শ্রমিকদের নিয়ে যে মন্তব্য করেছেন তার জন্য ক্ষমা চাইতে হবে।’
এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ‘বর্তমান সরকারের কতিপয় মন্ত্রীর বেলাগাম বক্তব্য ও বেয়াদবিমূলক উক্তি এদেশের তৌহিদি জনতার হৃদয়ে চরমভাবে আঘাত করেছে।’
নেতারা বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফীকে উদ্দেশ করে নাস্তিকদের দোসর তথ্যমন্ত্রী ইনু যে-বেয়াদবিমূলক উক্তি উচ্চারণ করেছেন তা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরকারকে অনুরোধ করব, মন্ত্রিপরিষদ থেকে এই ধরনের জনবিচ্ছিন্ন বিদেশি শক্তির এজেন্টদের বের করে দিয়ে দেশকে সংঘাতের উস্কানি থেকে রক্ষা করুন।