‘হজের নামে আদম পাচার করলে কঠোর ব্যবস্থা’

‘হজের নামে আদম পাচার করলে কঠোর ব্যবস্থা’
 

খবর বাংলা ২৪ডেক্স: হজের নামে আদম পাচার করলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন।

আজ রবিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বজলুল হক বলেন, ‘রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে হজের নামে বিদেশ যেতে না পারে সেজন্য দেশের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে।’

এর আগে সকালে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, মো. আসলামুল হক, সাধন চন্দ্র মজুমদার, এ. কে. এম. এ আউয়াল (সাইদুর রহমান), মোহাম্মদ আমীর হোসেন এবং দিলারা বেগম বৈঠকে অংশ নেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রতিবছর হজ ভিসায় বাংলাদেশিসহ রোহিঙ্গা শরনার্থীরা সৌদি আরব পাড়ি জমায় বলে অভিযোগ রয়েছে। গত বছর সহস্রাধিক হজ যাত্রী বাংলাদেশে ফেরেনি। হজের সময় মানব পাচার, অসাধুতা, নিম্নমানের সেবাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ২৮৪টি হজ এজেন্সির তালিকা ধর্ম মন্ত্রণালয়ে পাঠিয়েছে সৌদি সরকার।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend