জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই সংলাপ

sahriarখবর বাংলা ২৪ডেক্স:  সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া প্রয়োজন বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াত ইসলামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সরকার সংলাপে বসবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে রবিবারা মার্কিন ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি অতুল কেসাপ সাক্ষাৎ করেন। এই সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়টি আলোচিত হয়। এ ছাড়া কারখানা পরিদর্শক নিয়োগ, শ্রম আইন পরিবর্তন, শ্রমিকদের নিরাপত্তা বিধান, কারখানার পরিবেশ উন্নয়ন, ক্ষতিপূরণ প্রদানসহ তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, দেশের নিরাপত্তা ব্যবস্থা, দূর্যোগ ব্যবস্থাপনা ও বিদ্যুৎ নিয়ে আলোচনা করা হয়।  সাক্ষাৎ শেষে মার্কিন ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি অতুল কেসাপ জানান, একটি দেশের শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সহিংসতা বন্ধ করতে হবে। এ জন্য সবগুলো রাজনৈতিক দলকে এক ছাদের নিচে বসতে হবে। সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। তিনি আরও জানান, বাংলাদেশের নাগরিকদের অর্থনৈতিক, গণতান্ত্রিক উন্নয়ন ও নিরাপত্তায় যুক্তরাষ্ট্র সরকার সহায়তা অব্যাহত রাখবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ প্রসঙ্গে বলেন, ‘বর্তমান সরকার স্বচ্ছতায় বিশ্বাসী। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সংলাপে বসতে সরকার সব সময়ই প্রস্তুত আছে। কিন্তু যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াত ইসলামের সঙ্গে কোনো দলের সম্পর্ক থাকলে তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। সংলাপে বসার আগে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আসতে হবে।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট মার্কিন প্রশাসন। মার্কিন ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি বৈঠকে মায়ানমারসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টাকে সাধুবাদ জানায়। জানা গেছে, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশে অবস্থানরত মিয়ানমার শরনার্থীদের ফেরত পাঠানো এবং মায়ানমারের সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশের বিষয়গুলো মার্কিন ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারিকে অবহিত করেছেন। এসব বিষয় মার্কিন সরকারের উচ্চ মহলে আলোচনা করার আশ্বাস দিয়েছেন কেসাপ। কেসাপ এদেশের বিদ্যুৎ পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে সরকারের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরুর উদ্যোগের বিষয়ে তাকে অবহিত করা হয়। তবে এ সকল প্রকল্পে উৎপাদিত বিদ্যুতের মূল্য অনেক বেশি দিতে হয় উল্লেখ করে এ খাতে আরো ব্যাপক বিনিয়োগ প্রয়োজন বলে প্রতিমন্ত্রী জানান। এ ছাড়া অতুল কেসাপ বাংলাদেশের বিদ্যুত ঘাটতি মোকাবেলায় নেপাল ও ভুটানের প্রসঙ্গ উত্থাপন করলে প্রতিমন্ত্রী জানান, ভারতসহ এসকল দেশের সঙ্গে জলবিদ্যুৎ সঞ্চালনের বিষয়ে কাজ শুরু করেছে সরকার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend