খুলনায় শ্যালকের লাঠির আঘাতে ভগ্নিপতি নিহত
খবর বাংলা২৪ ডেক্স: খুলনার রূপসা উপজেলায় শ্যালক আবু সালেহ’র লাঠির আঘাতে মারা গেলেন ভগ্নিপতি মনিরুজ্জামান গাজী (৫০)।
সোমবার দুপুরে উপজেলার আইজগাতি ইউনিয়নের শিরগাতি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিরগাতি গ্রামের কৃষক মনিরুজ্জামান গাজী একই গ্রামে তার শ্যালক আবু সালেহ’র বাড়িতে গিয়ে তার সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে আলাপ করছিলেন। দু’জনের বাক-বিতন্ডার এক পর্যায়ে আবু সালেহ তাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন।
এলাকাবাসী জানায়, আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনিরুজ্জামান স্থানীয় শিরগাতি গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর পুত্র।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম সন্ধ্যা ৬টায় বাংলানিউজকে বলেন, আমি ঘটনাস্থল রয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।