শ্রীবরদীতে কালিপূজা মেলা আজ
রোম্মান আরা পারভীন রুমী: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কালিবাড়ি এলাকায় কালিপূজা উপলক্ষ্যে আজ মঙ্গলবার মেলা বসবে। সনাতন হিন্দু সম্প্রদায় এই কালিপূজায় আসে মনের বাসনা পূরণের আশায় মা কালীর চরণে দেবে পাঠা বলি। প্রতি বছরের ন্যায় এবারো কালিপূজা উপলক্ষ্যে পাঠা বলিসহ মেলার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মেলা কমিটির সভাপতি ভুলু নমদাস জানান, নিরাপত্তার জন্য প্রশাসনকে জানানো হয়েছে। এখানে জেলা প্রশাসক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা পরিদর্শনে আসার কথা রয়েছে। এমনকি জনপ্রতিনিধিরা আসবেন বলে জানান তিনি।মেলা সূত্র জানান, বৈশাখী উৎসবের সাথে প্রতি বছরের ন্যায় এবারো নাগর দোলা, পতুল নাচসহ নানা ধরনের খেলাধূলা ও দোকান পাটের আয়োজন করা হয়েছে। এ জন্যে দু’দিন আগে থেকে বিভিন্ন এলাকার দোকানীসহ নানা ধরনের পন্যের পসরা নিয়ে ব্যবসায়ীরা সমবেত হচ্ছে এ মেলায়।এখানকার বাসিন্দারা জানান, প্রায় একশ বছর ধরে এ মেলা বসে আসছে। তবে আগের তুলনায় এখন এ মেলায় লোক সংখ্যা বেড়েই চলছে। সংশ্লিষ্ট ই্উপি চেয়ারম্যান আবু শামা খবর বাংলা ২৪. কম কে জানান, আগে রাস্তা গুলো ছিল কাচাঁ। এবার মেলায় আসা প্রায় সবগুলো রাস্তা পাকা হয়েছে। তাই যে কোনো যান বাহনে এবার মেলায় আসতে পারবে।