বকশীগঞ্জে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অবৈধ সিএনজি ষ্ট্যান্ড নিরাপত্তাহীনতায় শিক্ষার্থী
সরওয়ার জামান রতন, বকসীগঞ্জ (জামালপুর) থেকেঃ বকশীগঞ্জ উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাত দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা হয়েছে সিএনজি ষ্ট্যান্ড। ফলে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী নিরাপত্তার ঝুঁকি নিয়ে চলাচল করছে।সরেজমিনে দেখাগেছে, বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তার কোলঘেঁষে অবৈধ ভাবে গড়ে তোলা ষ্ট্যান্ড থেকে প্রতিদিন পাচঁ শতাধিক সিএনজি ও অর্ধশত মাইক্রোবাস জামালপুর, শেরপুর, রাজিবপুর, রৌমারী,সানন্দবাড়ীসহ বিভিন্ন এলাকায় চলাচল করছে। এ কারনে বালিকা বিদ্যালয়ের সামনে সকাল থেকে রাত পর্যন্ত শত শত মানুষের সমাগম ঘটে এবং যানবাহনের ভিড় লেগে থাকে। ফলে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী নিরাপত্তার ঝুঁকি নিয়ে চলাচল করছে। অভিযোগ রয়েছে, আওয়ামীলীগের কতিপয় শ্রমিক নেতা মাইক্রোবাস ও সিএনজি থেকে প্রতিমাসে কয়েক লাখ টাকা চাদাঁবাজি করে ভাগাভাগি করছে। এই চাদাঁবাজির একটি ভাগ পুলিশকে দেয়া হয়। এলাকাবাসীর অভিযোগ বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও অজ্ঞাত কারণে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।