তিস্তায় পানির ঢল, লংমার্চের প্রাথমিক সাফল্য

তিস্তায় পানির ঢল, লংমার্চের প্রাথমিক সাফল্য

খবর বাংলা২৪ ডেক্স: তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপির লংমার্চ তিস্তা ব্যারেজে পৌঁছার আগেই প্রায় পানিশূন্য ধূ ধূ তিস্তা হঠাৎই ভরে উঠেছে। তবে এটাকে নিজেদের আন্দোলনের সফলতা বলেই দাবি করছেন লংমার্চে নেতৃত্ব দেয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে লংমার্চের পথসভায় তিনি এ দাবি করেন।

ফখরুল বলেন, ‘জানতে পেরেছি তিস্তায় কিছুটা পানি ছেড়েছে ভারত। আর এটা লংমার্চের কারণেই হয়েছে। আমাদের আন্দোলনের এটা প্রাথমিক সাফল্য। তবে আমরা এ বিষয়ে পুরোপুরি সফলতা চাই।’

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়ার পথসভায় বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকার ছাড়া তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়া যাবে না। আর দেশকে রক্ষা করতে হলে দেশের ৫৪টি নদীকে বাঁচাতে হবে।’

তিনি বলেন, ‘দেশের বৃহৎ ৫৪টি নদী ভারত থেকে প্রবাহিত হয়। প্রতিটি নদীতে বাঁধ দেয়া হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের ৮ জেলার ৩ কোটি মানুষকে বাঁচাতে হলে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে। পদ্মার পানি, তিস্তার পানি পাওয়া এ দেশের জনগণের ন্যায্য অধিকার। কিন্তু সরকার পানির জন্য দর কষাকষি করে ব্যর্থ হয়েছে।’

এদিকে মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে হঠাৎ পানির ঢেউ খেলতে দেখা যায় তিস্তায়। ডালিয়া পয়েন্টে প্রবাহিত হতে দেখা যায় তিন হাজার কিউসেক পানি। তবে হঠাৎ করেই তিস্তায় পানি প্রবাহের কোনো কারণ জানাতে পারছে না পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend