শেখ জামালের কষ্টার্জিত জয়

শেখ জামালের কষ্টার্জিত জয়

খবর বাংলা২৪ ডেক্স:  নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে ব্রাদার্সের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে ফেডারেশন কাপ জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।শেষ মিনিটের গোলে ৩-২ ব্যবধানে এই জয় পায় শেখ জামাল।

মঙ্গলবার দুর্দান্ত এক লড়াই দেখল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ফুটবলপ্রেমীরা। নব্বই মিনিট পর্যন্ত পেন্ডুলামের মত দুলছিল ম্যাচের ফলাফল। তবে শেষ মিনিটের গোলে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে টেবিলে শীর্ষে থাকা দল শেখ জামাল।

১৬ মিনিটে পেনাল্টি পায় শেখ জামাল। ডি বক্সের ভিতরেই হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসনকে অবৈধ ভাবে বাধা দেয় ব্রাদার্সের ডিফেন্ডার ইউসুফ আলি খান। ফলে শেখ জামালের পক্ষে পেনাল্টির রায় দেন রেফারি জসিম উদ্দিন। পেনাল্টি থেকে গোল করেন শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দে (১-০)।

তবে থেমে থাকেনি নঈমউদ্দিনের শিষ্যরা। চার মিনিট পরেই সমতায় ফেরে তারা। সতীর্থ রাশেদ আলম মনিরের ক্রস থেকে বল পেয়ে জামালের জাল কাঁপান নাইজেরিয়ান মিডফিল্ডার সিমন ইজিয়োডিকা (১-১)।

তবে ম্যাচের ৩৫ মিনিটে ডি বক্সের ভিতরে ফাঁকায় বল পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন জামালের হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দে। ফলে প্রথমার্ধ শেষে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলার ৫০ মিনিটে দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একনের গোলে এগিয়ে যায় গোপীবাগের দল ব্রাদার্স (২-১)।

শেখ জামাল সমতায় ফেরে ম্যাচের ৬১ মিনিটে। দলের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন চমৎকার শটে বল প্রতিপক্ষের জালে জড়ান। শেষ মিনিটে পর্যন্ত খেলায় সমতা ধরে রেখেছিল কমলা শিবির। তবে ৯০ মিনিটে নাইজেরিয়ান সতীর্থ ডার্লিংটনের ব্যাকপাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করে হলুদ শিবিরকে জয় এনে দেন ওয়েডসন (৩-২)।

এই জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষ স্থান ধরে রেখেছে ধানমন্ডির দল শেখ জামাল। অন্য দিকে সমান সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend