ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন; আটক- ২
মো: মঞ্জুরুল আহসান, নালিতাবাড়ী (শেরপুর) :
শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে আজ বুধবার সকালে এক ব্যক্তি খুন হযেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ ব্যক্তিকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার দুগাংগা উজান গাংপাড় এলাকায় মরহুম আব্দুল আাজিজ এর পুত্র আব্দুল বারেকের সাথে একই গ্রামের মৃত ছালামত আলীর পুত্র ছুরিয়র রহমান ছুরির ৮২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল । এ ব্যাপারে কয়েক দফা গ্রাম্য শালিস দরবারে আপোষ-মিমাংসার চেষ্টা করা হয় । এই অমিমাংসিত বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন ২৩ এপ্রিল সকাল অনুমান ৭.৩০ মিনিটের সময় আব্দুল বারেকের নিজ বাড়ীতে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। বারেক এক পযার্য়ে দাড়ালো ছুরি দিয়ে উর্পুযপরি আঘাতে ছুরি মিয়াকে হত্যা করে। হত্যার পর আব্দুল বারেক আত্মগোপনে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করে । পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে আব্দুল বারেককে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে আটক করেন । অপর দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ছুরি মিয়ার মৃত দেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন । নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান — হত্যাকান্ডের সাথে জড়িত আব্দুল বারেক ও তার স্ত্রী কে আটক করা হয়েছে । হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।
শেরপুর জেলার সিনিয়র এ এস পি সার্কেল মো:শাহজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে হত্যা কান্ড ঘটেছে। হত্যার সাথে জড়িত ২জন কে আটক করা হয়েছে । ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দাড়ালো ছুরি ও হাসুয়া উদ্ধার করেছে ।