ঝিনাইগাতী সীমান্তে দু’দেশের সর্ম্পক উন্নয়নে বিজিবি- বিএসএফ এর পতাকা বৈঠক
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) থেকে:
ভারত ও বাংলাদেশ ভূখন্ডের পারস্পারিক সর্ম্পক উন্নয়নে ২৩ এপ্রিল বুধবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে ১১০৭-৫এস পিলার ও ভারতের কান্তিপাড় বিএসএফ ক্যাম্পের মাঝামাঝি স্থানে বিজিবি- বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দু’দেশের পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ্যে নেতৃত্ব দেন ২৭ বিজিবি’র পরিচালক ও অধিনায়ক লেঃ কর্ণেল নজরুল ইসলাম এবং তার সহযোগীতায় ছিলেন, অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক আমজাদ হোসেন। ভারতের পক্ষ্যে নেতৃত্ব দেন, ১৮৩ ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড সুজিত কুমার সিং এবং তার সহযোগীতায় ছিলেন, ডেপুটি কমান্ডার অমল সিং। পতাকা বেঠকে দু’দেশের নানা সমস্যা নিয়ে কথা বলেন এবং পরস্পর পরস্পরকে সাহায্যের আশ্বাস দেন। সংক্ষিপ্ত বেঠক শেষে বিজিবি ও বিএসএফ পরস্পরের হাতে উপহার তুলে দেন। পরে দু’দেশের পক্ষ্যে কথা বলেন, ২৭ বিজিবি’র পরিচালক ও অধিনায়ক লেঃ কর্ণেল নজরুল ইসলাম, ভারতের ১৮৩ ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড সুজিত কুমার সিং। এসময় বারুয়ামারী বিজিবি ক্যাম্পের সুবেদার মাহবুবুর রশিদ, হলদীগ্রাম ক্যাম্পের নজরুল ইসলাম, নকসী ক্যাম্পের নায়েব সুবেদার আশ্রাফ হোসেন, বিবিজি-বিজিএফ এর জোয়ানসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।