চিঠি আসতে ৪৫ বছর!

Canadaকানাডার এক মহিলার কাছে এক চিঠি আসতে  ৪৫ বছর সময় লেগেছে। অর্থাৎ ওই মহিলার চিঠির বাক্সে রহস্যজনকভাবে ৪৫ বছর আগে পাঠানো একটি চিঠি পাওয়া গেছে। কয়েক দশক আগে তার বোন তার কাছে চিঠিটি পাঠিয়েছিলেন। গতকাল মঙ্গলবার কানাডার সংবাদ মাধ্যম এ কথা জানায়। এনী টিঙ্গলে নামের ওই মহিলা সরকারি বেতার সিবিসিকে জানান, ১৯৬৯ সালে তার বোন ৬ সেন্টের একটি স্ট্যাম্পের সঙ্গে ডাকযোগে চিঠিটি পাঠায়। তখন তার বোনের বয়স ছিল ৯ বছর।
প্লাস্টিকের একটি মোড়কে মুড়ে চিঠিটি পাঠানো হয়। এর সঙ্গে কানাডা ডাক বিভাগ একটি নোট পাঠায়। এতে খাম ও চিঠি নষ্ট হয়ে যাবার জন্য দুঃখ প্রকাশ করা হয়। তবে চিঠিটি বিলম্বে পাঠানোর জন্য দুঃখ প্রকাশ করা হয়নি। নোটটিতে লেখা ছিল, প্রিয় গ্রাহক, আপনার চিঠিটি নষ্ট হয়ে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। ডাক বাক্সে এটিকে আমরা এ অবস্থায়ই পেয়েছি। গ্রাহক বলেন, খামটিতে মি. ও মিসেস আরডি. টিঙ্গেল -এই ঠিকানা লেখা ছিল। এতে শুধু মাত্র একটি রাস্তার নাম ও ভুল বাড়ির নম্বর লেখা ছিল। লেখব্রিজ নগরী থেকে চিঠিটি পাঠানো হয় বলেও জানা গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend