পোশাক খাতে উৎসে কর কমেছে!
গত বছরের রাজনৈতিক অস্থিরতার ক্ষতি পুষিয়ে দিতে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর শূন্য দশমিক ৫০ শতাংশ কমিয়েছে সরকার। সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাককর্মীর মৃত্যুর বছর পূর্তির আগের দিন বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই ঘোষণা আসে।
রানা প্লাজা ধস এবং তার কয়েক মাস আগে তাজরীন কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানিতে দেশের পোশাক শিল্প বিদেশে ব্যাপক চাপের মধ্যে পড়ে। তার মধ্যে গত বছরের শেষ দিকে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসায়িক কার্যক্রম, যার ধকলও যায় রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের ওপর।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তৈরি পোশাকের ক্ষেত্রে এখন থেকে মোট রপ্তানির ওপর দশমিক ৩০ শতাংশ উৎসে কর কাটা হবে। চলতি অর্থবছরের বাজেটে এই কর শূন্য দশমিক ৮০ শতাংশ কাটার ঘোষণা ছিল। তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা উৎসে কর কমানোর জোর দাবি জানিয়ে আসছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের শীর্ষ পর্যায়ে তদরিরও করে আসছিলেন তারা। রপ্তানিকারকদের দাবির মুখে মাস দেড়েক আগে অর্থমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। একইসঙ্গে অন্যান্য পণ্য রপ্তানির করও কমানো হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। তৈরি পোশাক ছাড়া অন্যান্য খাতে মোট রপ্তানির উপর এখন থেকে দশমিক ৬০ শতাংশ হারে উৎসে কর কাটা হবে। বাজেটে দশমিক ৮ শতাংশ হারে এ কর কাটার কথা ছিল।
আগামী জুলাই মাসে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট কার্যকরের আগ পর্যন্ত এই হার বহাল থাকবে।