নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা সমাবেশে
মো: মঞ্জুরুল আহসান, নালিতাবাড়ী (শেরপুর) থেকে:
নালিতাবাড়ী উপজেলার নব-নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাহাব উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তারা বলেন—-মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ১৪ দলীয় সরকারের ১’শ দিন অতিবাহিত হয়েছে। বর্তমান সরকার বিগত ৫ বছর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার-পরিজনের জন্য কল্যাণমূলক কাজ করেছেন । ৭৫ পরবর্তী সামরিক সরকারগণ মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট সহ ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছেন । যুদ্ধাপরাধীদের দায়-মুক্তি দিয়ে পুরস্কৃত করেছেন । এখনও ঐ অপশক্তি স্বাধীনতা- মুক্তিযুদ্ধের চেতনা বিলীন করার চেষ্টায় অব্যাহত আছে।
বক্তারা আরো বলেন, যারা মুজিব নগর সরকারকে অস্বীকার করতে চায় ,বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি না দিয়ে , মুজিব নগর সরকারের একজন সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মর্কতা মেজর জিয়াউর রহমান কে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবী করে। তারা কখনও মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক হতে পারে না ।
বঙ্গবন্ধু শেখমুজিবের ৬ দফার ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদের জন্ম হয়েছে,তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এই মহান নেতার ৭ই মার্চ ভাষণে স্বাধীনতার ডাক ও ২৬ শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছি । মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যারা মুছে দিতে চায় তারা দেশের শত্রু, পাকিস্তানীদের পরম বন্ধু এতে কোন সন্দেহ নাই ।
মুক্তিযোদ্ধা সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জেলা কামান্ডের নুরুল ইসলাম হিরু , একাত্তরের ঘাতক দালাল র্নিমূল কমিটির সদস্য সচিব সাংবাদিক লালমোহাম্মদ শাহজাহান । সমাবেশ সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান ।