উন্মুক্ত ধানমন্ডি মাঠ

উন্মুক্ত ধানমন্ডি মাঠ

 

খবর বাংলা২৪ ডেক্স:রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠ অবশেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল সিটি করপোরেশনের পক্ষ থেকে মাঠে এ সংক্রান্ত সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। সংস্থার জনসংযোগ কর্মকর্তা উত্তম রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল তাৎক্ষণিক এ ব্যবস্থা নেয়া হয়। বিশিষ্ট নাগরিকরা বেশ  কিছুদিন ধরেই এই মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়। ২০০৯ সাল থেকে এই মাঠটি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ব্যবহার করে আসছে। তবে গত দুই বছর ধরে এ মাঠে সর্বসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করে রাখা হয়। এতে ক্ষোভে ফুঁসে ওঠে সর্বসাধারণ। কিন্তু  মাঠ উন্মুক্ত করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ১৯শে এপ্রিল মামলা করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ। ওই দিন সকালে আন্দোলনকারীরা মাঠে ঢুকে সমাবেশ করার পর দুপুরে ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ফটক ভেঙে মাঠে অনধিকার প্রবেশের অভিযোগে এ মামলা করেন। পরে আদালত ওই মামলার আসামিদেরকে জামিন দেন। এর আগে ধানমন্ডি ক্লাব দখল ও উদ্ধার বিষয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয় পরিবেশবাদী সংগঠন ও শেখ জামাল ক্লাব। মাঠ উদ্ধার করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে সোচ্চার হয় পরিবেশবাদী সংগঠনগুলো। অন্যদিকে আদালতের নির্দেশনা উপেক্ষা করে মাঠের মধ্যে স্থাপনাা নির্মাণকাজ চালায় শেখ জামাল ক্লাব। মাঠ ঘিরে রাখা হয় দেয়াল ও কাঁটাতারের বেড়া দিয়ে। সেখানে সর্বসাধারণের প্রবেশে আরোপ করা হয় কড়াকড়ি। এক কথায় মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক চেষ্টা চালায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন থেকে দুই পক্ষই তাদের অবস্থান তুলে ধরে রাখার চেষ্টা করে। পরিবেশবাদী সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলন থেকে বিশিষ্টজনরা মাঠ দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, এ মাঠ উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শেষ পর্যন্ত। মাঠ উন্মুক্ত করার মাধ্যমে জনদাবি পূরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।  

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend