বিশ্বনাথে তরুণীর নগ্ন ছবি মোবাইলে ধারণ, গ্রেপ্তার ১
খবর বাংলা২৪ ডেক্স: সিলেটের বিশ্বনাথে তরুণীর নগ্ন ছবি মোবাইলে ধারণের অভিযোগে কামিল আহমদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওই তরুণীর ভাই বাদী হয়ে বুধবার রাতে কামিল আহমদসহ ২ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (১৯) দায়ের করেছেন। মামলায় অন্য আসামি হলেন, বিশ্বনাথ উপজেলার রাউতরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমান আলীর স্ত্রী শাহানারা বেগম (৪৫)।
অভিযুক্ত কামিল আহমদ কামাল বাজারের রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে অধ্যয়নকালে বাদী ও তরুণীকে প্রাইভেট পড়াতেন। এরই সূত্রে কামিল তাদের বাড়িতে প্রায়ই যাওয়া আসা-যাওয়া করতো। কিছুদিন আগে কামিল অভিযুক্ত সাহানারা বেগমের মাধ্যমে ঐ তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। এতে তরুণীর পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে কামিল। একপর্যায়ে ২০১৩ সালের ২০শে আগস্ট সন্ধ্যায় তরুণীর ঘরে প্রবেশ করে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মোবাইল ফোনে তরুণীর নগ্ন ছবি ও ভিডিও ক্লিপ ধারণ করে।