গোপালগঞ্জে জামায়াত নেতার আওয়ামী লীগে যোগদান
খবর বাংলা২৪ ডেক্স: গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক নেতা এডভোকেট ইসমাইল হোসাইন আওয়ামী লীগে যোগদান করেছেন। গোপালগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক আওয়ামী লীগ নেতা আলহাজ কাজী আবদুর রশিদের কাছে তিনি এ যোগদান পত্র তুলে দেন। এ উপলক্ষে বুধবার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। গোপালগঞ্জ পাওয়ার হাউস রোড়ের বাসিন্দা এডভোকেট ইসমাইল হোসাইন দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। জামায়াতের সব কর্মকা- থেকে অব্যাহতি নিয়ে আওয়ামী লীগে যোগদানের বিষয়টি আওয়ামী লীগের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা কথা উঠেছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ইসমাইল হোসাইনের যোগদানের বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে ইসমাইল হোসেন বলেন, ২০০৫ সালের ডিসেম্বর মাসে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেছেন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। জেলা জামায়াত আমীর এডভোকেট আজমল হোসাইন বলেন, দলে নিষ্ক্রিয় থাকার কারণে ৪-৫ বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।