আইপিএল ৭এ কলকাতার ২য় জয় : ছিলেন না সাকিব

কলকাতা : ১৫০/৭ ব্যাঙ্গালোর : ১৪৮/৫ ,২ রানের জয় কলকাতার

খবর বাংলা ২৪ ডেক্স: বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল’র ৭ম আসরে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

বৃহস্পতিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে মাত্র ২ রানে হারিয়েছে কেকেআর বাহিনী। কলকাতার ৩ খেলায় এটি দ্বিতীয় জয়। একই সাথে সমান খেলায় ব্যাঙ্গালোরেরও এটি প্রথম হার। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান করে কলকাতা। জবাবে ৫ উইকেটে ১৪৮ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস।

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ২৮ বলে ৪০ রান করা যোগেশ তাকাওয়ালে ও ১৯ বলে ২১ রান করা পার্থিব প্যাটেল। ৬৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে ২ উইকেটে ১২২ রানের সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি ২৩ বলে ৩১ ও যুবরাজ সিং ৩৪ বলে ৩১।

শেষ ৪ ওভারে অর্থাৎ ২৪ বলে ২৮ রানের প্রয়োজন ছিল ব্যাঙ্গোলোরের। হাতে ৭ উইকেট থাকায় কাজটা খুব কঠিন ছিল না। কিন্তু শেষ দিকে কলকাতার বোলারদের দারুণ বোলিংয়ে দুই রানের ব্যবধান ঘুচাতে পারেনি তারা। শেষ ওভারের চতুর্থ বলে সীমানায় এবি ডি ভিলিয়ার্সের অসাধারণ একটি ক্যাচ ধরে কলকাতার জয়ে দারুণ অবদান লিন`র। কলকাতার পক্ষে বিনয় কুমার ২৬ রানে নেন ২ উইকেট।

তারও আগে প্রথম ইনিংসে ১০ রানে গৌতম গম্ভীর ও মানিশ পাণ্ডের বিদায়ে শুরুটা ভালো হয়নি কলকাতার। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন অধিনায়ক গম্ভীর। তৃতীয় উইকেটে জ্যাক ক্যালিসের ৪২ বলে ৪৩ সঙ্গে ১০ ওভার ১ বলে ৮০ রানের জুটি গড়ে দলকে ২ উইকেটে ৯০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন ক্রিস লিন ৩১ বলে ৪৫।

লিনের বিদায়ের পর দ্রুত রান তুলতে পারেনি কলকাতা। তবে শেষ দিকে সূর্যন কুমার যাদব ১৮ বলে অপরাজিত ২৪ ও রবিন উত্থাপ্পার ১৮ বলে ২২ আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ গড়ে দলটি। পক্ষান্তরে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের সেরা বোলার পেসার বরুণ এরন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কেকেআরের ক্রিস লিন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend