লঙ্কানদের প্রধান কোচ আতাপাত্তু

লঙ্কানদের প্রধান কোচ আতাপাত্তু

খবর বাংলা২৪ ডেক্স: শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্যাটসম্যান মারভান আতাপাত্তু। তিনি বিদায়ী কোচ পল ফারব্রেসের স্থলাভিষিক্ত হলেন।

ফারব্রেস ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে যোগ দেয়ায় এ পদটি ফাঁকা হয়। আতাপাত্তুর সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক স্পিনার রুয়ান কালপাগে। এই দুজনই স্থায়ীভাবে এ পদে নিয়োগ পাননি। শ্রীলঙ্কা দলের আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্যই তাদেরকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড(এসএলসি) আতাপাত্তু এবং কালপাগের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে। আতাপাত্তু বেশ কিছুদিন ধরেই লঙ্কান ক্রিকেটের সঙ্গে জড়িত। তিন বছর দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের মার্চে তিনি সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। এরপর তদানিন্তন কোচ গ্রাহাম ফোর্ড চুক্তি নবায়ন না করার ঘোষণা দিলে তিনি নভেম্বরে প্রধান কোচ পদে দরখাস্ত করেন। কিন্তু পল ফারব্রেস নতুন কোচ হিসেবে নিয়োগ পান।

আতাপাত্তুর এই নিয়োগ অবশ্য শ্রীলঙ্কার ৩ সদস্যের নির্বাচক কমিটির সুপারিশের মাধ্যমে চূড়ান্ত হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend