ঘৃতকুমারী নারীবান্ধব
খবর বাংলা২৪ ডেক্স: ভেষজ হিসেবে ঘৃতকুমারীর তুলনা হয় না। এতে কমপক্ষে ২০ ধরণের খনিজ উপাদান আছে, যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী।
ঘৃতকুমারী যেমন শরীরের রোগ বালাইয়ের বিরুদ্ধে লড়াই করে, ঠিক তেমনি সৌন্দর্য চর্চায় এর জুড়ি নেই। এছাড়া নারীদের অনিয়মিত বা অস্বাভাবিক মাসিক নিয়মিত করতে এটা বেশ কার্যকর। তাই ঘৃতকুমারী নারীবান্ধব ভেষজ।
অনিয়মিত এবং অস্বাভাবিক মাসিক হলে:
ঘৃতকুমারী পাতার শাঁস ভালোভাবে চটকে চালুনীতে বা ঝাঁকিতে পাতলা আবরণ করে শুকাতে হবে। এর ওপরে আবার শাঁস চটকে পাতলা আবরণ লাগিয়ে শুকাতে হবে। এভাবে এভাবে পাতলা আবরণ লাগিয়ে শুকানোর পর তা দেখতে আমসত্বের মতো লাগবে। শুকানো এ ঘৃতকুমারীর শাঁস অল্প পরিমাণ (২/৩ গ্রাম) নিয়ে পানিতে ভিজিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। এতে মাসিক নিয়মিত হবে।
এছাড়া ত্বক ও চুলের যত্নে ঘৃতকুমারী বেশ কার্যকর।