আ.লীগের সংঘর্ষে পুলিশের গুলিবর্ষণ, আহত ২০

 

image_87976_0খবর বাংলা২৪ডেক্স: কসবায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে দুই পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০ জন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রানিয়ারা গ্রামে এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ব্যাপক লঠিচার্জ করে। এছাড়া ৪৪ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে রানিয়ারা গ্রামে আওয়ামী লীগের নেতা সিদ্দিক ও মোকাদ্দেসের মাঝে কথা কাটিকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ করে। ব্যর্থ হয়ে প্রায় ৪৪ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের ২ সদস্যসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দাঙ্গা পুলিশ আসার পর বিকেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend