প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির দাবি
খবর বাংলা২৪ ডেক্স: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকের পদমর্যাদা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি। তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকের পদমর্যাদা প্রধান শিক্ষকের একধাপ নিচে সহকারী শিক্ষকের আওতাভুক্ত করতে বলেন। পাশাপাশি তাদের বেতন স্কেলও সেই ভিত্তিতে নির্ধারণ করার আহ্বান জানান।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার দুপুরে ১১ দফা দাবি জানিয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা এ দাবি জানান। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দিন।
লিখিত বক্তব্যে তারা পরবর্তী সময়ের কর্মসূচি ঘোষণা করে বলেন, ৮ মে সব জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে বিকেল সাড়ে ৩টায় প্রতীকী অনশন করবেন তারা। অনশন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে মহাপরিচালকের কাছে দাবিনামা পেশ করবেন। এছাড়াও জানা যায়, ১৩ মে ঢাকা মহানগর নাট্যমঞ্চে শিক্ষক সমাবেশ করবেন। সমাবেশ শেষে আলেচনা সভা করবেন তারা।
সংগঠনের আহ্বায়ক নাসরিন সুলতানা বলেন, বেসরকারি রেজিস্ট্রার্ড বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিনা গ্রেডে পদোন্নতি পেয়ে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে গেলেন। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পদোন্নতি না পেয়ে সহকারী শিক্ষকই রয়ে গেলেন।