বিমানের টয়লেটে ১০৬ কেজি সোনা

বিমানের টয়লেটে ১০৬ কেজি সোনা
খবর বাংলা২৪ ডেক্স: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৬ কেজি ওজনের ৯৩৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি০৫২) ব্যাপক তল্লাশি চালিয়ে এসব সোনা উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আনিস নামে বিমানের এক কর্মীকে আটক করা হয়েছে।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ইশরাত জাহান রুমা জানান, দুপুর পৌনে ২টার দিকে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি০৫২) টয়লেট থেকে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে ওই বিমানটি অবতরণ করে। বিমানে সোনার একটি অবৈধ চালান এসেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। দুপুর পৌনে ২টার দিকে বিমানটির পেছনের দিকের একটি টয়লেট থেকে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়।’

শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনার ওজন ১০৬ কেজি।

এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা হবে বলেও জানান মোস্তাফিজুর রহমান।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend