কোম্পানীগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

কোম্পানীগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০
খবর বাংলা২৪ ডেক্স: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবুল বাসার (৩৬), বেলায়েত হোসেন (২৫), সোহাগ (১৮), আবুল কালাম (১৫), মো. নিশাত (১৩), জামাল উদ্দিন (২২), নুরুজামান (২৫), আব্দুল আজিজ খোকন (৪৫), আব্দুল জব্বার (৪২), আব্দুর রাজ্জাক মেম্বার (৩৮), ইসমাইল হোসেন (২৭), সেলিম (৩৫), উমর ফারুক (২৫), রুহুল আমিন (২৬), সোহাগ (১৮), সোহেল (১৮) ও আব্দুল মালেক (৪৫)।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
আটককৃতরা হলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক শ্রমিক দলের সভাপতি আব্দুল মতিন তোতা, ইব্রাহিম, সবুজ, ইকবাল ও ছেরাজুল হক।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে বহিরাগত একদল দুর্বৃত্ত উপজেলার চরএলাহী বাজারে মহড়া দিচ্ছিল। এর জের ধরে আওয়ামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ৪/৫টি দোকানপাট ভাঙচুর করেন ও একটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ স্থানীয় চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেন পুলিশ।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend