তিন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ফখরুলের

তিন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ফখরুলের

খবর বাংলা২৪ ডেক্স: সরকারের ৩ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইনু সাহেব, মেনন সাহেব, মতিয়া চৌধুরী কী ভুলে গেছেন ৭২-৭৫’এর কথা। আপনাদের কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছিল। তখন আপনারা আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে কী বলেছিলেন। ’

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপিপন্থি পেশাজীবী সংগঠন হিসেবে পরিচিত অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘লং মার্চ নিয়ে অত্যন্ত নীচু মানের নাটক করা হয়েছে। লংমার্চে  গেলাম হঠাৎ করে তিস্তায় ৩ হাজার কিউসেক পানি এলো, চলে এলাম সেখানে পানি নেই। এটা তামাশা ছাড়া কিছু নয়।’
‘বিদ্যুৎখাতে লুণ্ঠন আওয়ামী লীগের পুরানো অভ্যাস’ দাবি করে তিনি বলেন, ‘বাংলাদেশের কোন ক্ষেত্রে তারা লুণ্ঠন করে না। ডেসটিনি, হলমার্ক, শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনা মানুষ ভুলে যেতে বসেছে। মানুষ এতো সহনশীল হলো কী করে? যে মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সংগ্রাম করছে সেই মানুষ জানি না কেন সব মুখ বুজে সহ্য করছে।’
‘হতাশ হওয়ার কারণ নেই’ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সবাইকে নিয়ে এক জোট করে দূর্বার প্রতিরোধ গড়ে তুলে দেশকে অন্যের হাত থেকে বাঁচাতে হবে।’

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend