ইউনূসের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল সরকার : অর্থমন্ত্রী
খবর বাংলা২৪ ডেক্স: গ্রামীণ ব্যাংক ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকার সমঝোতা করতে চেয়েছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে শনিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল সরকার। কিন্তু ড. ইউনূস আদালতে যাওয়ায় তা সম্ভব হয়নি।
এ সময় গ্রামীণ ব্যাংকে পরিচালক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয় বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে মুহিত বলেন, ড. ইউনূস নিজেই পরিচালক নির্বাচন করেন। কিন্তু তা কিভাবে সম্ভব?
তিনি বলেন, আমরা এই নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছি। বাংলাদেশ ব্যাংক এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। বাংলাদেশ ব্যাংক পরিচালক নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব পালন করলে কোন অস্বচ্ছ হবে না। বরং বর্তমান ব্যবস্থাতেই অস্বচ্ছতা রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, গ্রামীন ব্যাংক ও নির্বাচন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতো নেই। তারা যেটা করছে তা শিষ্ঠাচার বহির্ভূত।
তবে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের অবনতি হয়নি বলেও জানান অর্থমন্ত্রী।