ভ্রাম্যমান আদালত: শ্লীলতাহানির অভিযোগে ঝিনাইগাতীতে এক বখাটের ১ মাসের কারাদন্ড
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) থেকেঃ শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শেরপুরের ঝিনাগাতীতে এক বখাটেকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পুলিশ অভিযুক্ত মিজানুর রহমান মজনু (১৭) কে শেরপুর জেলে প্রেরণ করেছে। সে গোল্ডেন স্টার প্রিপারেটরী স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র।পুলিশ ও বিদ্যালয় সুত্রে জানা যায়, ২৬ এপ্রিল শনিবার দুপুরে বিদ্যালয়ের টিফিন প্রিয়ডে ঝিনাইগাতীর নয়াগাও গ্রামের লাল মিয়ার ছেলে ১০ম শ্রেনীর ছাত্র মিজানুর রহমান মজনু একই বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করে। ছাত্রীর অভিভাবকগণ বিষয়টি থানা ও উপজেলা নির্বাহী অফিসারকে জানালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক তাৎক্ষণিক থানা পুলিশসহ ঘটনাস্থলে এসে অভিযোগে প্রমানের ভিত্তিতে মোবাইল কোর্টের ৫০৯ ধারা মোতাবেক মিজানুর রহমান মজনুকে ১ মাসের দন্ডাদেশ দেন । এসময় ঝিনাইগাতী থানার সেকেন্ড অফিসার গিয়াস উদ্দিন, এস আই ফজলে এলাহী, এস আই ইউনুছ আলী, সদর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খান, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চান, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।