শেরপুরে ক্যান্সার প্রতিরোধে আলোচনা ও শোভাযাত্রা
খবর বাংলা ডেক্স: গতকাল ২৬শে এপ্রিল শনিবার দুপুরে শেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অর্থায়নে পটুয়াখালী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) এর সহযোগীতায় মুখের ভিতরে ক্যান্সার ও তামাক সেবন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রচার অভিযান উপলক্ষে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জানে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দে, আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা হাসপাতালের হেলথ্ এডুকেটর মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র ল্যাব টেকনিশিয়ান মোঃ জাহাঙ্গীর হোসাইন প্রমুখ। আলোচনা সভায় শেরপুর পৌরসভার মহিলা প্যানেল মেয়র মোছাঃ নূর জাহান বেগম সহ মসজিদের ইমাম, শিক্ষক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন পেশার প্রতিনিধি অংশগ্রহণ করে। আলোচনা শেষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।