নকলা বোরো ধানে সেচ দেওয়ার বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ৩

imagesখবর বাংলা২৪ ডেক্স:

শেরপুরের নকলা উপজেলার পালাশকান্দী গ্রামে বোরো ধানের সেচ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে এক সংঘর্ষ হয়। এতে মর্মান্তিকভাবে আহত হয়েছে ৩ জন। গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে আয়নাল হক (৪০) একই গ্রামের বিলকিছ বেগমের সেচ পাম্পে পানি দিতে গেলে মাসুম ও আলমগীর গংদের সাথে বাক-বিতন্ডা হয়। সেই ঘটনার জের ধরে ২৪ তারিখ সকাল ৭ঘটিকার সময় মোশারফ ও আঃ লতিফ হাজীর নেতৃত্বে গোত্রীয় ভাবে গোপনে দেশীয় দারালো অস্ত্রশস্ত্র নিয়ে সুসংগঠিত হয়ে উৎ পেতে থাকলে আয়নাল হক (৪০), ফুরকান মিয়া (৩৭), ছাইফুল ইসলাম (২৮) সর্ব পিতা মোঃ শরাফত আলী সাং-পলাশকান্দী প্রতিপক্ষের বাড়ীর সামনে দিয়ে মান্দার মাছ ধরতে যাওয়ার সময় পথিমধ্যে অর্তকিত ভাবে হামলা করে। এতে প্রত্যেকেরই মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত ফুলা জখম হয়। বর্তমান তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। গরীব অসহায় তাদের মানবেতর জীবন কাটছে হাসপাতালে। এ ব্যাপারে নকলা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend