ভারতের নির্বাচন বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট
রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত শের-ই বাংলা আবুল কাশেম (একে) ফজলুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
কাজী জাফর বলেন, ‘আইন ও জোর করে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলাটা মূর্খতা। এতে করে তাকে অসম্মানই করা হয়। পৃথিবীর কোনো দেশেই এমন নজীর নেই। এটা আসলে আবেগ, অনুভূতি থেকে বলা।’
‘দেশে একটা গুমোট আবহাওয়া চলছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘নৈরাজ্য, হতাশায় আজ জাতি নিমজ্জিত। তবে এ থেকে জাতি অবশ্যই মুক্তি পাবে। রাজনীতির ইতিহাস এটাই বলে।’
‘বর্তমান সরকারকে ফ্যাসিবাদ সরকার’ উল্লেখ করে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‘সরকারের পুরো চরিত্র ফ্যাসিবাদে পরিণত হয়েছে। আর ফ্যাসিবাদের সরকারের আমলে গণতান্ত্রিক আন্দোলন থমকে যায়। তবে এটা খুব বেশিদিন থাকে না। গণতন্ত্রের জোয়ার কখন কীভাবে বিকশিত হবে তা কেউ জানে না। এই সরকার যদি মনে করে সারাজীবনই ক্ষমতায় থাকবে তাহলে তারা ভুল পথে হাঁটছে।’
‘এই সরকার শুধু ফ্যাসিবাদ নয় সেই সঙ্গে জনগণের কাছে আধিপত্তবাদের বিষাক্ত থাবা হয়ে দেখা দিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের নির্বাহী চেয়ারম্যান ড. জসীম উদ্দিন আহমদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন- গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, শেখ রফিকুল ইসলাম বাবলু ও খালেকুজ্জামান চৌধুরী।