শ্রীবরদীতে টেন্ডার ড্রপিং এ বাধার জের : প্রয়োজনীয় পুলিশ চেয়ে প্রকৌশলীর থানায় চিঠি
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদীতে গত ২২ এপ্রিল টেন্ডার ড্রপিং এ বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ঠিকাদারদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর আতঙ্কে আছে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের জনবল। এ নিয়ে পরবর্তী টেন্ডার ড্রপিং এর ২ দিন প্রয়োজনীয় পুলিশ ফোর্স চেয়ে অফিসার ইনচার্জ কে চিঠি দিয়েছে উপজেলা প্রকৌশলী ম: বিল্লাল হোসেন।জানা গেছে গত ২২ এপ্রিল শ্রীবরদী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের টেন্ডার বিজ্ঞপ্তি নং ০৩/২০১৩-১৪ এর টেন্ডার জমা দানের শেষ দিন ছিল। এদিন ওই টেন্ডার জমাদানের বাধা দেয়া নিয়ে ঠিকাদারদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উপজেলার খামারিয়া পাড়া গ্রামের আজাদ মিয়া ওরফে খাডু আহত হয়। এ ঘটনায় আজাদ মিয়া ওরফে খাডু বাদী হয়ে উপজেলার সাতানী শ্রীবরদীর ব্যবসায়ী জালাল উদ্দিনের ছেলে হাফিজুরকে প্রধান আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। বুধবার রাতেই পুলিশ হাফিজুর কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।এ ঘটনায় শ্রীবরদী উপজেলা এলজিইডি অফিসে আতঙ্ক বিরাজ করছে। আগামী ২৮ ও ২৯ এপ্রিল এ অফিসের দরপত্র নং ০৪/২০১৩-১৪ এবং ০৫/২০১৩-১৪ এর দরপত্র গ্রহণ করা হবে। টেন্ডার ড্রপিং এ কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এ জন্য উপজেলা প্রকৌশলী ২৭ এপ্রিল প্রয়োজনীয় পুলিশ ফোর্সের জন্য শ্রীবরদী থানার অফিসার ইনচার্জকে লিখিত ভাবে জানিয়েছেন।