বকশীগঞ্জে ঐতিহ্যবাহী গ্রামীন মেলা

bakshiganj  Mala pic

বকশীগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি

কশীগঞ্জের কুকড়া বিলপাড়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। জানাগেছে, বকশীগঞ্জের মাঝপাড়া এলাকার কুকড়া বিলপাড় নামক স্থানে দিনব্যাপী প্রচীনতম মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে পৌর শহরের মাঝপাড়া দড়িপাড়া, টালিয়াপাড়া, ভাটিয়াপাড়া, টিকরকান্দি, জানকিপুরসহ মেলার আশপাশ ১৫টি এলাকার  মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলাকে ঘিরে হাজার হাজার মানুষ সমাবেত হয়। ৯০ বছর বয়সী বৃদ্ধা মোখলেছুর রহমান জানান, এই মেলা উপলক্ষে এই এলাকার জামাইদের দাওয়াত দেয়া রীতি পরিণত হয়েছে। তাই প্রতিবছর জামাইদের দাওয়াত দেয়া হয়। তাই অনেকে এই মেলাকে জামাই মেলা বলে থাকেন। প্রসঙ্গত প্রতিবছর বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে ১২ থেকে ১৪ তারিখে মধ্যে যে কোন রোববার অথবা বৃহস্পতিবার এ মেলা অনুষ্ঠিত হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend