বকশীগঞ্জে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সিএনজি ষ্ট্যান্ড নিরাপত্তাহীনতায় শিক্ষার্থী

jamalpurসরওয়ার জামান রতন, বকশীগঞ্জ (জামালপুর থেকেঃ

বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে সিএনজি ষ্ট্যান্ড। ফলে বিদ্যালয়ের সহস্্রাধিক শিার্থী নিরাপত্তার ঝুঁকি নিয়ে চলাচল করছে।দেখাগেছে, বিদ্যালয়ের সামনে রাস্তার কোলঘেঁষে অবৈধভাবে গড়ে তোলা ষ্ট্যান্ড থেকে প্রতিদিন পাচঁ শতাধিক সিএনজি ও অর্ধশত মাইক্রোবাস জামালপুর, শেরপুর, রাজিবপুর, রৌমারী,সানন্দবাড়ীসহ বিভিন্ন এলাকায় চলাচল করছে। এতে করে বিদ্যালয়ের সামনে সকাল থেকে রাত পর্যন্ত শত শত মানুষ ও যানবাহনের ভিড় লেগে থাকে। ফলে শিার্থী নিরাপত্তার ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।অভিযোগ রয়েছে, আওয়ামীলীগের কতিপয় শ্রমিক নেতা মাইক্রোবাস ও সিএনজি থেকে প্রতিমাসে কয়েক লাখ টাকা চাদাঁ তুলে নিজেদের ও থানা পুলিশের মধ্যে ভাগাভাগি করা হয়। শিক্ষার্থীর অভিভাবকগন একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করেও অজ্ঞাত কারনে সাড়া পায়নি।  এ প্রসঙ্গে সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান ষ্ট্যান্ড সমস্যা নিয়ে যথাযথ কর্তৃপক্ষে নিকট একাধিকবার আবেদন নিবেদন করেও কোন প্রতিকার পায়নি। ইউএনও এরশাদ হোসেন খান জানান, অচিরেই অবৈধ সিএনজি ষ্ট্যান্ড উচ্ছেদ করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend