বকশীগঞ্জে মসজিদের টিআর আত্মসাতের অভিযোগ
বকশীগঞ্জে দুই আ’লীগ নেতার বিরুদ্ধে মসজিদ সংস্কারের নামে টিআর প্রকল্পের ৩ মে:টন চাল আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, চলতি অর্থ বৎসরে বিশেষ বরাদ্দ টিআর প্রকল্প থেকে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর পশ্চিমপাড়া জামে মসজিদের সংস্কারের নামে ৩ মেঃ টন চাল বরাদ্দ পায়। স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল কাশেম ও গোলাপ উদ্দিন মসজিদ কমিটির কাছে গোপন রেখে মসজিদের কোন সংস্কার না করে ভাগাভাগির মাধ্যমে ৩ মে: টন চাল আত্মসাত করেছে।বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটির সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক খন্দকার মো: ইয়াকুব ও কোষাধ্যাক্ষ ইউসুফ আলী মসজিদের নামে বরাদ্দকৃত ৩ মে:টন চাল আত্মসাত করার অভিযোগ এনে বকশীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এইদিকে আ’লীগ নেতাদ্বয়ের মসজিদের নামে চাল আত্মসাতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন গ্রামবাসী। এ বিষয়ে আ’লীগ নেতা আবুল কাশেমের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন মসজিদ সংস্কারের নামে বরাদ্দকৃত চাউলের কাজ বাস্তবায়ন না করে আত্মসাতের বিষয়টি স্থানীয় এমপি সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ সাহেবকে জানানো হয়েছে। ইউএনও এরশাদ হোসেন খান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।