শেরপুরে স্বস্তির বৃষ্টি কেটেছে প্রচন্ড গরম
খবর বাংলা ২৪ ডেক্সঃ ২৭ এপ্রিল রাতে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় কেটে গেছে অসহনীয় গরম। স্বস্তির বৃষ্টিতে স্বস্তি পেয়েছে শেরপুরবাসী।
গত কয়েকদিনের প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়েছিল জেলাবাসী। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারী শেরপুর জেলা সদরের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সে.।
গরম ও রোদের প্রচন্ডতায় কষ্টের সাথে বাড়ছিল নানা রোগ ও রোগের উপসর্গ। শিশুদের ঘামের ফলে পানিশূন্যতা সমস্যায় ভুগছিল শিশু ও বৃদ্ধরা। এছাড়া বাড়ছিল ডায়রিয়ার প্রকোপ।
এসব কারণেই মানুষের কাছে বৃষ্টি ছিল কাংখিত। তবে ভয় ছিল শিলাবৃষ্টির। কিন্তু শিলাবৃষ্টি না হওয়ায় আপাতত রক্ষা পেয়েছে। আর মানুষ পেয়েছে স্বস্তি।