আগামীকাল সূর্যগ্রহণ

আগামীকাল সূর্যগ্রহণ

খবর বাংলা২৪ ডেক্সঃ আগামীকাল মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। বাংলাদেশ সময় সকাল ৯টা ৫২ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।

কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ সময় সকাল ১১টা ৫৮ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে দুপুর ১২টা ৮ মিনিট ৫৪ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩ মিনিট ২৪ সেকেন্ডে ঘটবে। সর্বোচ্চ গ্রহণের মাত্রা হবে ০.৯৮৪।

ডে লা পজেশন দ্বীপের দক্ষিণে দক্ষিণ মহাসাগরে আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিট ৩৫ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। অন্যদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার সিম্পসন ডেজার্ট কনজারভেশন পার্কের পূর্ব দিকে আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৫টা ২৭ মিনিট ৫৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

আফ্রিকা মহাদেশের ঘানার কেইপ কোস্টের দক্ষিণে উত্তর আটলান্টিক মহাসাগরে আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টা ২১ মিনিট ২৩ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে। অন্যদিকে, উত্তর এন্টার্কটিকায় আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।

উত্তর এন্টার্কটিকায় আগামী ২৯ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিট ৫৩ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধু এ স্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৯৮৪।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend