শেরপুরে কাল বৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত
খবর বাংলা২৪ ডেক্স: তীব্র দাবদাহের পর গত ২৭ এপ্রিল রবিবার রাতে শেরপুর জেলার ওপর দিয়ে কাল বৈশাখীর ঝড় বয়ে গেছে। ঝড়ের সঙ্গে হালকা শিলা ও ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে এলেও ঝড়ে পাকা বোরো ফসলের ক্ষতি হয়েছে। সেইসঙ্গে শতাধিক কাঁচা ঘরবাড়ি ও বিপুলসংখ্যক গাছপালা বিধ্বস্ত হয়েছে।
রবিবার রাত সোয়া ১০টার দিকে প্রবল গতিতে ঝড় শুরু হয়। রাত ১১টা পর্যন্ত টানা ঝড়ের সঙ্গে শুরু হয় হালকা শিলা ও ভারী বৃষ্টিপাত। রাত ১টা পর্যন্ত থেমে থেমে হওয়া এ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। তবে ঝড়ে শেরপুর জেলা শহরের অষ্টমিতলা এলাকার শেরপুর মেমোরিয়াল স্কুলের প্রায় দেড়শত ফুট বারান্দার চাল উড়ে গেছে। এছাড়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর ও চরমোচারিয়া ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে পাকা বোরো ফসলের ক্ষতি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, ঝড়-বৃষ্টিতে কিছু পাকা বোরো ধান মাটিতে পড়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নিরূপণের জন্য কৃষি বিভাগের কর্মীরা মাঠে কাজ করছেন।