হ্যাকড: মোদির ওয়েবসাইটে ভাসছে ভাসানীর বাণী

modi_hacked_bg_431260443 (1)খবর বাংলা২৪ ডেক্স: বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির নির্বাচনী ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। চলমান লোকসভা নির্বাচনে জয়ী হলে ১৬ মে’র পর থেকে ভারতে অনুপ্রবেশকারী সকল বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘোষণার কয়েকঘণ্টার মধ্যে তার ওয়েবসাইট হ্যাকড হলো।

রোববার রাতে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে আয়োজিত এক নির্বাচনী সভায় ভাষণ দানকালে তার করা সেই মন্তব্য সোমবার বাংলাদেশি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর http://teammodi.in/ নামক সাইটটি হ্যাক করা হয়।

ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে ইংরেজিতে লেখা- হ্যাকড বাই বাংলাদেশি হ্যাকার।

তার নিচেই মাওলানা আবদুল হামিদ খান ভাসানী একটি উক্তি, “ আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।

এসিড খান, নিজেকে সাইবার সেভেন্টি ওয়ান গ্রুপের একজন হ্যাকার পরিচয় দিয়ে সেখানে বিজেপির বাংলাদেশের ভূমি দাবির প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করতে আহবান জানান।

এর আগে গত সোম ও মঙ্গলবার ‘বাংলাদেশের তিন ভাগের এক ভাগ জায়গা দাবি করার প্রতিবাদে’ মোদির দল ভারতীয় জনতা পার্টির [BJP] বিহার ও পাঞ্জাব শাখার ওয়েবসাইট হ্যাক করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend